তালতলীর বনপ্রহরী গাছসহ কলাপাড়ায় আটক

তালতলীর বনপ্রহরী গাছসহ কলাপাড়ায় আটক

মোঃ হাইরাজ তালতলী(বরগুনা)প্রতিনিধি:: বরগুনার তালতলীতে বন বিভাগের গাছ কর্তন করে ট্রালার যোগে স-মিলে নেওয়ার সময় হাতেনাতে এক বনপ্রহরীকে ৬ পিস কেওরা গাছসহ আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার ৭.৩০ এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শারিকখালী বিট থেকে বন বিভাগের গাছ কর্তন করে ট্রালার যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স-মিলে গাছ চেরাই করার সময় গতকাল ৭.৩০ মিনিটে গোপন সংবাদের ভিক্তিতে সুব্রত নামের এক বনপ্রহরীকে বনের ৬ পিস কেওরা গাছসহ হাতেনাতে আটক করেছে পুলশ এ সময় ও ট্রলার মালিক জসিম উদ্দিন পালিয়ে যান। পুলিশ বাদি হয়ে বনপ্রহরী সুব্রত ও ট্রলার মালিক জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আরেক জসিমের ভাই অভিযোগ করেন
আমার ভাই কালা জসিম বন থেকে গাছ কেটে নেওয়ার খবর পুলিশ কে দিয়েছিল উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উলেখ্য খবর দাতা জসিমের ভাই আলী হোসেন ও কালা জসিমের সাথে ও ট্রলার মালিক জসিমের সাথে দীর্ঘ দিন জমিজমা নিয়ে শত্রুতার জের ধরে এই মামলা দেওয়া হয়েছে বলে জনাযায়।
ট্রলার মালিক জসিম উদ্দিন বলেন, বনপ্রহরী সুব্রত আমাকে গতকাল বলেন আমার বাসায় কিছু কাঠ দরকার তাই এগুলো নিয়ে স-মিলে যেতে হবে। আমি সঙ্গে গিয়ে এই গাছ কেটে নিয়ে আসব তাতে কোনো সমস্যা হবে না তখন এক হিন্দু যুবক (২৫)ব্যক্তি ও বনপ্রহরী সুব্রত সাথে ৬ পিস গাছ নিয়ে কলাপাড়া যাই।
এবিষয় তালতলী রেঞ্জের বন কর্মকর্তা নয়ন মিত্র জানান, সুব্রত বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,বলেন তালতলীর বন বিভাগের গাছ কর্তন করে ট্রালার যোগে স-মিলে নেওয়ার সময় হাতেনাতে এক বনপ্রহরীকে ৬ পিস গাছসহ আটক করা হয়েছে। বনপ্রহরী সুব্রত ও দুই সহযোগিদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। সুব্রতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে